গাজীপুরে বৈদ্যুতিক তার প্যাঁচানো যুবক-যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সিমলা গ্রামের বাবুল শেখের ছেলে মোহাম্মদ বিল্লাল শেখ (২৫) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বীরপুরন্দ গ্রামের আবদুল জব্বারের মেয়ে শ্যামলী আক্তার (২৭)। পুলিশের ধারণা, তারা বিদ্যুতের তার জড়িয়ে আত্মহত্যা করেছেন। গতকাল সিটি করপোরেশনের দক্ষিণ ছয়দানার হাজিরপুকুর এলাকার বিল্লাল মিয়ার ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। জিএমপির গাছা থানার উপপরিদর্শক সুমন মিয়া এ তথ্য জানান।
শ্যামলীর স্বামী ও সন্তান আছে। সম্প্রতি তাদের মধ্যে বিচ্ছেদ হয়। তিনি আরও বলেন, বিদ্যুতের শর্টসার্কিট ছাড়া তাদের শরীরে আর কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এলাকাবাসী জানায়, বিল্লাল শেখ দর্জির কাজ করতেন ও ছয়দানার আক্তার মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। পাশেই বিল্লাল মিয়ার বাড়িতে ভাড়া থেকে প্রীতি সোয়েটার লিমিটেড নামে একটি পোশাক কারখানায় চাকরি করতেন শ্যামলী। দীর্ঘদিন ধরে তাদের প্রেমের সম্পর্ক চলছিল। বিল্লাল শেখ গত সোমবার রাতের কোনো একসময় শ্যামলীর ভাড়া কক্ষে যান। গতকাল সকাল ৬টার দিকে পাশের কক্ষের ভাড়াটিয়া জুয়েল মিয়া শ্যামলীর রুমের দরজা আংশিক খোলা দেখতে পান। তিনি দরজায় ধাক্কা দিয়ে ওই অবস্থায় দেখতে পান।