জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে জামায়াতের কেন্দ্রীয় নেতাদের হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন পাবনা জেলা জামায়াত নেতারা। গতকাল পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ দাবি করেন তাঁরা। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবি করেন জামায়াত নেতারা।
তাঁরা বলেন, গত ১৬ বছর পাবনায় জামায়াত নেতা-কর্মীদের নানাভাবে হয়রানি করা হয়েছে, প্রকাশ্যে রাজনৈতিক কর্মকান্ড করতে দেওয়া হয়নি। জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে কেন্দ্রীয় নেতাদের হত্যা করা হয়েছে। জামায়াত নেতা-কর্মীরা এর বিচার চান। একই সঙ্গে বর্তমান সরকারের প্রতি সমর্থন জানিয়ে জামায়াত নেতারা আইনের শাসন ও সব ধর্মের মানুষের অধিকার ও ন্যায়বিচার নিশ্চিতে অঙ্গীকার ব্যক্ত করেন।