টাঙ্গাইলের সখীপুরে ছাগল চুরির অভিযোগে চারজনকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় সখীপুর থানায় মামলা হয়েছে। গতকাল তাদের পাঠানো হয়েছে আদালতে। তারা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার পুটিয়াবাড়ী হাসিনপুর গ্রামের জয়নাল, শাহাদত, সীমা ও সুফিয়া। পুলিশ ও এলাকাবাসী জানায়, মাঝেমধ্যেই উপজেলার বিভিন্ন গ্রাম থেকে গরু-ছাগল চুরি হয়। সখীপুর থানার ওসি জানান, গণপিটুনির শিকার চারজনকে চিকিৎসা দেওয়া হয়েছে।