চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশি অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার গভীর রাতে শহরের মুসলিম পাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলো- বিজয় (১৯), জিসান (১৮) ও অভি (১৮)।
চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লে. জাবিদ হাসান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর আর্মি ক্যাম্প এবং সদর মডেল থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় শহরের মুসলিম পাড়া থেকে চিহ্নিত কিশোর গ্যাংয়ের লিডার বিজয়, জিসান ও অভিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের চাঁদপুর সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।