কক্সবাজারে গতকাল ঝিরির পানিতে গোসল করতে গিয়ে দুই মাদরাসাছাত্রীর মৃত্যু। একই দিন নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে পানিতে ডুবে মারা গেছে আরও দুই শিশু। প্রতিনিধিদের খবর-
কক্সবাজার : বাড়ির পাশে ঝিরিতে গোসল করতে নেমে দুই মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার দিকেক্যাং গারবিল বাড়ির পাশে বটতইল্লাঝিরি বেড়িবাঁধে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ক্যাংগারবিল গ্রামের মোহাম্মদ হোসেনে মেয়ে মুক্তা মনি (৯) ও ইউনুসের মেয়ে জেসি আক্তার (১৩)। তারা সম্পর্কে চাচাতো বোন। এদের মধ্যে মুক্তা ক্যাংগারবিল নুরানি মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ও জেসি ইদগড় বদর মোকাম মাদরাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরক্লার্ক গ্রামে গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। মৃতরা হলো- সুবর্ণচর উপজেলার দক্ষিণ চরক্লার্ক গ্রামের মনু মিয়ার মেয়ে আলিশা খাতুন (৭) ও সাইফুর রহমান মাসুদের মেয়ে পাখি আক্তার (৭)।