কুমিল্লার তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সম্মেলন কেন্দ্র করে দলে অভ্যন্তরীণ বিরোধ দেখা দিয়েছে। এর জেরে এক সভাপতি প্রার্থীর কর্মীদের ওপর আরেক প্রার্থীর কর্মীরা হামলা চালিয়েছেন অভিযোগ পাওয়া গেছে। এতে অন্তত ১০ নেতা-কর্মী আহত হয়েছেন। ইউনিয়নের কাছারি বাজার-সংলগ্ন গোমতী নদীর কাছে এ ঘটনা ঘটে। আহত সভাপতি প্রার্থী জহিরুল ইসলাম গতকাল এ তথ্য জানান। হামলায় আহতদের মধ্যে রয়েছেন- নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, বর্তমান আহ্বায়ক ও সভাপতি প্রার্থী জহিরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাসেল রানা, জহিরুলের ভাগনে কাউছার আহমেদ ও আল আমিন। রাসেলকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের ভর্তি করা হয়েছে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। নারান্দিয়া ইউনিয়ন বিএনপি যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম জানান, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে রবিবার নেতা-কর্মী নিয়ে ট্রলারে রওনা দেন জহিরুল ইসলাম। আসমানিয়া বাজার-সংলগ্ন ঘাটে পৌঁছালে তাদের ট্রলারে হামলা চালান উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও একই ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী মাইন উদ্দিন খসরুর সমর্থকরা। জহিরুল ইসলাম বলেন, তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে সমর্থকদের ওপর হামলা চালান প্রতিপক্ষ সভাপতি প্রার্থী মাইন উদ্দিন ও তার লোকজন। এ হামলার বিচার চান তিনি। অভিযোগের বিষয়ে জানতে মাইন উদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার কল দিলে তা বন্ধ পাওয়া যায়। তিতাস থানার ওসি শহিদ উল্লাহ জানান, থানায় কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে আধিপত্য বিস্তার নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় দুইপক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এ সময় অন্তত ৩০টি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গতকাল উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামে এ ঘটনা ঘটে। বিজয়নগর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তার নিয়ে ইউপি সদস্য আমিনুল ইসলাম ও শফিক রায়হান শ্রাবণের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। স্থানীয়রা জানায়, বিগত ইউপি নির্বাচন ও সালিশে নেতৃত্বে দেওয়া নিয়ে খাদুরাইল গ্রামে দুইপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। একপক্ষের নেতৃত্বে রয়েছেন ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম এবং উপজেলা যুবদলের বহিষ্কৃত সদস্য সচিব ও সাবেক ভাইস চেয়ারম্যান মোখলেছুর রহমান ওরফে লিটন মুন্সী। অপরপক্ষে নেতৃত্বে রয়েছেন জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক শফিক রায়হান শ্রাবণ ও স্থানীয় গিয়াস উদ্দিন। পূর্ব বিরোধের জেরে রবিবার রাতে দুইপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সে সময় বহিষ্কৃত যুবদল নেতা লিটন মুন্সীসহ উভয়পক্ষের ১২টি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়। গতকাল সকালে আবার সংঘর্ষে জড়িয়ে পড়েন। শফিক রায়হান, তার দুই ভাই জহিরুল ইসলাম ও তাজুল ইসলামেরসহ ১৮টি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
শিরোনাম
- শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য দিলেন তিন চিকিৎসক
- ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, অডিওটি শেখ হাসিনার
- তরুণ প্রজন্মকে প্রকৃত রাজনীতি ও সমাজ ব্যবস্থায় ফিরতে হবে: এ্যানি
- আইন মন্ত্রণালয় দ্রুত সময়ে মতামত না দেওয়ায় ইশরাকের গেজেট প্রকাশ ইসির
- চিন্ময় দাসের জামিন হাইকোর্টে
- ‘পাল্টা শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর-কষাকষি করব, তাদের চটাব না’
- বগুড়ায় হত্যা মামলায় দুজনের ফাঁসি
- অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে
- বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
- অভিবাসন সাংবাদিকতার উন্নয়নে ‘মার্সেই সনদ’ সই
- নরসিংদী কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
- ইটভাটার কালো ধোয়ায় কৃষকের স্বপ্ন পুড়ে ছাঁই
- লক্ষ্মীপুরে দখল-দূষণে বিপন্ন খাল ও নদী উদ্ধারে অভিযান
- ‘শ্রমিক-মালিকের স্বার্থ অক্ষুণ্ন রেখে শ্রম আইন সংশোধন করা হচ্ছে’
- রাজবাড়ীতে যুবকের মরদেহ উদ্ধার
- আতিকুল-মামুনসহ ৫ জন নতুন মামলায় গ্রেপ্তার
- মারীখালি নদীতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
- নাটোরে পিকআপের চাপায় বৃদ্ধ নিহত
- বরগুনায় স্বাস্থ্য জনবল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন
সম্মেলন ঘিরে বিরোধে হামলা
কুমিল্লায় আহত ১০ বিএনপি নেতা-কর্মী ব্রাহ্মণবাড়িয়ায় ৩০ বাড়ি ভাঙচুর
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর