গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়ন বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল দুপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে ঘাগোয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের আয়োজনে এ মানববন্ধন করা হয়। এতে ঘাগোয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডা. শামসুল আলম, সহসভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম মিন্টু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুকুল ইসলাম নিয়াজি, সদর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন, মার্চে কমিটির মেয়াদ শেষ হয়েছে। অবিলম্বে মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবি জানান তারা।