বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যেদিয়ে রাঙামাটিতে পালিত হয়েছে, আন্তর্জাতিক পর্বত দিবস।
আজ শুক্রবার সকাল ১০টায় 'পার্বত্য পণ্য-সামগ্রীর প্রসার' এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে র্যালি বের করা হয়। র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়।
র্যালিতে সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করে। পরে রাঙামাটি জেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠান শুরু হয়।
রাঙামাটি জেলা পরিষদ সদস্য সাধন মনি চাকমা সভাপতিত্ব আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ত্রিদীব কান্তি দাশ, সদস্য সবীর কুমার চাকমা ও রাঙামাটি জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক রমনী কান্তি চাকমা প্রমূখ।
আলোচনা সভায় বক্তরা বলেন, পার্বত্যাঞ্চল নামটা যেমন আকর্ষণীয় তেমনি পাহাড়গুলো বৈচিত্র্যময়। তাই শীত মৌসূমসহ বিভিন্ন সময় দূর-দুরান্ত থেকে আসে হাজার হাজার পর্যটক। শুধুমাত্র পাহাড়ি প্রকৃতির উপভোগ করতে। এটা যেমন পার্বত্যাঞ্চল পর্যটন নগরী হিসেবে পরিচিতি লাভ করেছে তেমনি, পাহাড়ি অঞ্চলের মানুষগুলো অর্থনৈতিক প্রসার ঘটেছে। কিন্তু কিছু আসাধু ব্যবসায়ীদের জন্য আজ পাহাড়ের রূপ বৈচিত্র্য বিলীন হয়ে যাচ্ছে। এখন প্রায় পাহাড় বৃক্ষ শূণ্য নেড়া হয়ে আছে। তাই পার্বত্যাঞ্চলের রূপ বৈচিত্য ধরে রাখার জন্য বৃক্ষ নিধন থেকে রক্ষা করার আহবান জানান বক্তরা।
বিডি-প্রতিদিন/ ১১ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন