আজ ১৪ ডিসেম্বর বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহীউদ্দীন জাহাঙ্গীরের ৪৩তম মৃতু্যবার্ষিকী। ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধের অন্যতম মহানায়ক বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহীউদ্দীন জাহাঙ্গীর যুদ্ধরত অবস্থায় চাঁপাইনবাবগঞ্জের রেহাইচর নামক স্থানে শহীদ হন। তিনি ১৯৪৫ সালের ৬ মার্চ বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন।
১৯৭১ সালের ১৩ ডিসেম্বর ক্যাপ্টেন জাহাঙ্গীর তার বিশাল বাহিনীকে ৩ ভাগে ভাগ করে চাঁপাইনবাবগঞ্জ শহর দখলের জন্য আক্রমন শুরু করেন। ১৪ ডিসেম্বর ভোর রাতে তিনি একটি ছোট নৌকা নিয়ে মহনন্দা নদী পার হয়ে এসে রেহাইচর গ্রামে অবস্থান গ্রহণ করে শত্রুদের লক্ষ্য করে গুলী বর্ষণ করতে করতে সামনের দিকে এগুতে থাকেন। রাতের আধার পুরোপুরি কেটে যাওয়ার আগেই পার্শ্ববর্তী একটি বাড়ির জানালা থেকে রাজাকার-আলবদর বাহিনীর নিক্ষপ্তি একটি বুলেট ক্যাপ্টেন জাহাঙ্গীরের কপালে বিদ্ধ হলে তিনি ঘটনাস্থলেই শহীদ হন। পরদিন ১৫ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ মুক্ত হলে তার রণাঙ্গনের সঙ্গী মুক্তিযোদ্ধারা তার লাশ উদ্ধার করে কর্নেল জামান স্থাপিত অস্থায়ী হাসপাতাল চত্বরে নামাজে জানাজা শেষে সোনামসজিদ চত্বরে মুক্তিযুদ্ধের আরেক বীরযোদ্ধা শহীদ মেজর নাজমুল হকের কবরের পাশে দাফন করেন।
বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীরের ৪৩তম মৃত্যুবার্ষিকী পালনে চাঁপাইনবাবগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ও স্থানীয় প্রশাসন আজ সোমবার দিনভর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে মুক্তিযোদ্ধা সমাবেশ, মাজারে পুস্পস্তবক অর্পণ, কোরআন খানী, মিলাদ মাহফিল, দোয়া, আলোচনা সভা ও গরীবদের মাঝে খাদ্য বিতরণ।
বিডি-প্রতিদিন/১৪ ডিসেম্বর ২০১৫/শরীফ