পার্বত্যাঞ্চলে গণমুখী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা হয়নি বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা।
শুক্রবার বিকেলে রাঙামাটি জেলার জুরাছড়ি উপজেলায় বনযোগীছড়া উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্যে সন্তু লারমা এ মন্তব্য করেন।
সন্তু লারমা বলেন, পার্বত্যাঞ্চলের মানুষ শিক্ষার আলো পাহাড়ে ছড়িয়ে দিতে চায়। বিজ্ঞানসম্মত শিক্ষা তারা পেতে চায়। কিন্তু বহুমুখী শাসনব্যবস্থার কারণে সরকারের শিক্ষাব্যবস্থা পার্বত্যাঞ্চলে আলোর মুখ দেখছে না।
তিনি আরও বলেন, পার্বত্যাঞ্চলের মানুষ নানা সমস্যার মুখোমুখি। শিক্ষার ক্ষেত্রেও তাই। কারণ যারা শিক্ষাক্ষেত্রে যুক্ত আছেন তারা দায়িত্ব যথাযথ পালন করছেন না। এসব সমস্যা সমাধানের জন্য পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হয়। বিশেষ আইনও প্রতিষ্ঠা হয়। দীর্ঘ ১৮ বছরেও এসব আইন কার্যকর হয়নি। পাহাড়ে শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে পার্বত্য চুক্তি বাস্তবায়নের কোনো বিকল্প নেই।
বিডি প্রতিদিন/৭ জানুয়ারি, ২০১৭/ফারজানা