বরিশালের বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে জাসদ (আম্বিয়া-প্রধান) মনোনীত প্রার্থী টিপু সুলতানের প্রার্থীতা জালিয়াতি করে রিটার্নিং অফিসার প্রত্যাহার করেছেন বলে অভিযোগ করা হয়েছে। রবিবার রাতে বরিশাল প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন টিপু সুলতান নিজেই।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে তিনি জাসদ মনোনীত প্রার্থী। তার মনোনয়ন যথাযথ প্রক্রিয়ায় বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার। রবিবার প্রতীক বরাদ্দের দিন সকালে রিটার্নিং অফিসারের কাছে গেলে দুপুর পর্যন্ত তাদের বসিয়ে রেখে নানা টালবাহানা করেন। পরে বিকেল ৪টায় তাদের ফের অফিসে যেতে বলেন। বিকেলে অফিসে গিয়ে দেখেন রিটার্নিং অফিসার তার অফিস কক্ষে নেই। পরে নোটিশ বোর্ডে একটি নোটিশ টাঙানো দেখেন, যাতে লেখা টিপু সুলতান নিজেই ১৮ ফেব্রুয়ারি রিটার্নিং অফিসারের কাছে পারিবারিক সমস্যার কারণ দেখিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন এবং ওই আবেদন রিটার্নিং অফিসার মো. আরিফুল হক গ্রহনও করেছেন।
টিপু সুলতানের দাবি, তিনি কোনভাবেই মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। রিটার্নিং অফিসার তার সাক্ষর জালিয়াতি করে তার মনোনয়ন প্রত্যাহার দেখিয়েছেন। এতে নির্বাচন কমিশনের ভাবমূর্তি ক্ষুন্ন হবে এবং এর দায়-দায়িত্ব নির্বাচন কমিশনকেই নিতে হবে বলে দাবি করেন তিনি।
এই ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনী লড়াই করার কথা বলেন টিপু সুলতান।
সংবাদ সম্মেলনে জাসদের (আম্বিয়া-প্রধান) যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনে খণ্ডিত জাসদের একাংশের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান পঞ্চগড়ে এবং জাসদ নেতা রেজাউল করিম তানসেন বগুড়া থেকে মশাল প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। অপরদিকে জাসদের অপরাংশের নেতা হাসানুল হক ইনু এবং শিরিন আখতার বিগত জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন। তাই ইনু-শিরিন কোনভাবেই মশাল প্রতীক দাবি করতে পারেন না। এ সময় স্থানীয় জাসদের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে রিটার্নিং অফিসার আরিফুল হকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
আগামী ৬ মার্চ বরিশালের বানারীপাড়া ও গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যানের শূন্য পদে উপ-নির্বাচনে ভোট গ্রহন হবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ