মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে দেশের বিলুপ্তপ্রায় বিরল প্রজাতির প্রাণি ছোট লেজের প্রাণি 'মোল'।
সোমবার সন্ধ্যায় শ্রীমঙ্গল উপজেলার কালাপুরের ফুলছড়ি চা বাগান এলাকায় এটি ধরা পড়া এই প্রাণিটি বাংলাদেশ বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনের মাধ্যমে লাউয়াছড়ায় অবমুক্ত করা হয়।
জানা যায়, কালাছড়ার ফুলছড়ি চা বাগানের চা শ্রমিক চৈতন্য ঋকমনের বাড়ির পাশে মাটির নড়া দেখে একটি কুকুর পা দিয়ে কুঁড়ে মাটি সরাতেই কালো রংয়ের এ প্রাণিটি (মোল) উপরে উঠে আসে। এসময় বাড়ির লোকদেরও চোখে পড়ে ঘটনাটি। তারা অন্যরকম একটি প্রাণি দেখে অনেকটা ভীত হয়ে পড়েন। পরে কয়েকজনে মিলে এটিকে আটক করে একটি থলের ভিতরে ঢুকিয়ে বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনে খবর দেন।
খবর পেয়ে প্রাণিটিকে এনে লাউয়াছড়া বনে অবমুক্ত করেন। চলমান বছরের মার্চ মাসে একই চা বাগানে এরকম আরেকটি প্রাণি ধরা পড়েছিল। প্রাণিটির শরীর সামনে পেছনে এক সমান ও সরু। গলা ছোট এবং বেলভেট কাপড়ের মতো উজ্জ্বল কালো রংয়ের এবং এর লেজটা ছোট।
এ ব্যাপারে মৌলভীবাজার বন্যপ্রাণি ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান জানান, এ প্রাণি অনেকটা বিরল প্রজাতির। তবে মাটির নিচে বসবাস করায় এরা মানুষের চোখে ধরা পরেনা। ধরা পড়া প্রাণিটি অনেকটা বন্য শুকরের মতো দেখতে, এর ছোট একটি লেজ যার রং সাদা এবং পায়ের পাতা উল্টো।
বাংলাদেশ বণ্যপ্রাণি সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব বলেন, এটি ভারতীয় ছোট লেজের 'মোল' যা শ্রীমঙ্গলে দ্বিতীয় বারেরমতো দেখা মিলেছে। এ জাতীয় প্রাণির বৈজ্ঞানিক নাম (Talpa Micrura Micrura)। সাধারণত হিমালয়ের পূর্ব এবং কেন্দ্রস্থলে ১৫০০ থেকে ২৪০০ মিটার উচ্চতায় এদের আবাস। এরা মাটির নিচের বিভিন্ন কীট পতঙ্গ খেয়ে জীবন ধারণ করে থাকে।
তিনি জানান, প্রাণিটি মাটির উপরে বেশিক্ষণ অবস্থান করতে পারে বলে রাতেই এটিকে তিনি লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করেন।
বিডি প্রতিদিন/১৩ নভেম্বর ২০১৭/আরাফাত