বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে রেলপথ অবরোধ করে। তবে ওই অবরোধের ফলে কোনো ট্রেন বাকৃবিতে আটকা পড়েনি।
জানা যায়, কৃষিবিদদের অধিকার রক্ষায় ও বৈষম্য নিরসনে ছয় দফা দাবি পেশ করেছিলে কৃষিবিদ ঐক্য পরিষদ। দাবি আদায়ে কৃষি সচিবের সাথে বৈঠকে সিদ্ধান্ত গ্রহণে গড়িমসি এবং ফলপ্রসূ না হওয়ায় এ বিক্ষোভ করেন তারা।
বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘তুমি কে, আমি কে, কৃষিবিদ কৃষিবিদ’, ‘কৃষিবিদের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। পরে রাত ৮টা ৫০ মিনিটের দিকে ময়মনসিংহ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম প্রিন্স এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অনুরোধে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
বিডি প্রতিদিন/এমআই