জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বুধবারের (১৪ মে) সব বিভাগের পূর্বনির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা বিশ্ববিদ্যালয়ের সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, আগামীকাল ১৪ মে ২০২৫ তারিখের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো।
উল্লেখ্য, এর আগে রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা তিন দফা দাবিতে চলমান সব বিভাগের মিডটার্ম ও সেমিস্টার ফাইনাল পরীক্ষা বাতিল করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে 'লংমার্চ টু যমুনা' কর্মসূচি ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/নাজিম