সুনামগঞ্জ পৌর শহরের পশ্চিম বাজার এলাকায় সুরমা নদী থেকে অজ্ঞাতনামা দুই নবজাতকের (কন্যাশিশু) লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে নদীর পাড়ে এই নবজাতকের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে সুনামগঞ্জ সদর মডেল থানার এসআই মো. মিজান আহমদ ও এসআই পাবেল আহমদের নেতৃত্বে পুলিশ সদস্যরা নদী থেকে লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এরপর লাশ দুইটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। জমজ ওই দুই নবজাতককে (কন্যাশিশু) জন্মের পর পিতা-মাতা নদীতে ফেলে গেছে বলে ধরানা পুলিশের।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল্লাহ বলেন, দুই শিশুর পরিচয় সনাক্ত করার জন্য তাদের ডিএনএ পরীক্ষা করা হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর