কুয়াকাটা সংলগ্ন গভীর সাগরে অভিযান চালিয়ে ২টি ট্রলার থেকে ৫ লাখ পিছ ইয়াবা জব্দ করেছে নিজামপুর কোস্টগার্ড সদস্যরা। এসময় ট্রলারে থাকা ১৫ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে অভিযানের পর আজ বুধবার সকাল ১০টায় প্রেস ব্রিফিং শেষে এসব তথ্য জানানো হয়।
মহিপুর থানায় জব্দকৃত ইয়াবা ট্যাবলেট ও আটককৃতদের হস্থান্তর করা হবে বলে জানান কোস্টগার্ড নিজামপুর স্টেশমনের সিনিয়র চীফ পেটি অফিসার মো. এনামুল হক।
আটকৃকতদের মধ্যে ইয়াবা কারবারী দু’জন হলেন কুয়াকাটা সংলগ্ন মহিপুর থানা এলাকার মো. টিপু ও মোশারফ।
বিডি প্রতিদিন/হিমেল