পটুয়াখালীর দশমিনায় বজ্রপাতে আন্তেসা বিবি নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চর হোসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
দশমিনা থানার ওসি এস এম জালাল উদ্দিন জানান, দশমিনার চর হোসনাবাদ গ্রামের মৃত মজিবর রহমানের স্ত্রী দুই সন্তানের জননী আন্তেসা বিবি (৫৫) সকালে তার পালিত ছাগল নিয়ে মাঠে যায়। হঠাৎ বজ্রপাতের কবলে পড়েন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল