‘রাখব নিস্কন্টক জমি-বাড়ি, করব সবাই ই-নামজারি’ প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ ও কর মেলা। এ উপলক্ষে বুধবার মাদরাসা মোড় থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক দিয়ে জেলা প্রশাসকের অফিস চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত কর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. শাহরিয়াজ।
এ উপলক্ষে মেলা চত্বরের আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, নাটোর জেলা আইনজীবী সমিতির সভাপতি সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরিফুন্নেছা।
নাটোর জেলা প্রশাসন আয়োজিত এই কর মেলায় সদর উপজেলার সাতটি ইউনিয়নের পক্ষ থেকে একটি করে স্টল দেয়া হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম