আধিপত্য বিস্তারকে কেন্দ্র ঝিনাইদহে দুই দল গ্রামবাসির সংঘর্ষে ১২ জন আহত হয়েছে। বুধবার সদর উপজেলার সাধুহাটি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে ১০ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের আওয়ামী লীগ নেতা দুলাল ও সাবেক ইউপি সদস্য রমজান আলীর সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার থেকে তাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
এর জের ধরে বুধবার দুপুরে গ্রামের স্কুল মাঠে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের ১২ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা