টিভি দেখানোর প্রলোভন দেখিয়ে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেছে ৬৫ বছরের বৃদ্ধ। বৃহস্পতিবার সকাল ১১ টায় সিদ্ধিরগঞ্জের আজিবপুর সরদারপাড়া রেললাইন বস্তিতে এ ঘটনাটি ঘটে। শিশুটির চিৎকারে আশপাশের মানুষ ঘটনাস্থলে এসে ওই বৃদ্ধকে আটক করে পুলিশে সোপর্দ করে। ওই বৃদ্ধর নাম আব্দুর রহমান (৬৫)।
গ্রেফতারকৃত আব্দুর রহমান সিদ্ধিরগঞ্জপুল এলাকার মিছির আলী সুপার মার্কেটের নিরাপত্তাপ্রহরীর কাজ করে। শিশুটির বাসার পাশেই আব্দুর রহমানের বাসা।
এলাকাবাসীর বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম জানান, সিদ্ধিরগঞ্জের আজিবপুর সরদারপাড়া রেললাইন বস্তির নিজ বাড়ির সামনে শিশুটি খেলা করছিল। এসময় টিভি দেখার প্রলোভন দেখিয়ে আব্দুর রহমান শিশুটিকে তার ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এতে আতঙ্কিত শিশুটি চিৎকার দিতে থাকে। তার চিৎকারে আশপাশের লোকজন এসে শিশুটিকে উদ্ধার ও আব্দুর রহমানকে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
বিডি প্রতিদিন/এ মজুমদার