নড়াইলে ভিজিডির চাল চুরির মামলায় বরখাস্তকৃত কালিয়া উপজেলার পেড়লী ইউপি চেয়ারম্যান জারজিদ মোল্যাকে (৫২) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার (১ মে) দুপুরে তাকে কালিয়া উপজেলার খড়রিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার বিবরণে জানা যায়, বিভিন্ন সময়ে ৮৫ জন জীবিত ও মৃত ব্যক্তির নামে ভিজিডির ৪০ টন ৮০০ কেজি চাল আত্মসাতের অভিযোগে গত ১৮ এপ্রিল পেড়লী ইউপি চেয়ারম্যান জারজিদ মোল্যার বিরুদ্ধে কালিয়া থানায় মামলা দায়ের করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সুপারভাইজার মতিয়ার রহমান। এ বিষয়ে পরবর্তী কার্যক্রমের জন্য যশোর দুদক কার্যালয়ে পাঠানো হয়। পরে দুদক মামলাটি আমলে নেওয়ার পর আজ তাকে গ্রেফতার করে পুলিশ।
এ ব্যাপারে কালিয়া উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুদা বলেন, জারজিদ মোল্যার বিরুদ্ধে ভিজিডির ৪০ টন ৮০০ কেজি চাল আত্মসাতের অভিযোগে মামলা দায়ের হয়।
বিডি-প্রতিদিন/শফিক