৮ আগস্ট, ২০২০ ২১:৪৬

শেরপুরে বেশি ভাড়া নেয়ায় ১৪টি পরিবহনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

শেরপুরে বেশি ভাড়া নেয়ায় ১৪টি পরিবহনকে জরিমানা

বগুড়ার শেরপুরে ঈদের ছুটি শেষে কর্মস্থলমুখী সাধারণ যাত্রীদের কাছ থেকে ভাড়া বেশি নেয়ায় ১৪টি পরিবহন চালকের জরিমানা আদায় করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জামশেদ আলাম রানার নেতৃত্বে শহরের খেজুরতলাস্থ বাস টার্মিনাল ও ধুনটমোড়স্থ টার্মিনাল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বাস টার্মিনাল দুইটির বিভিন্ন টিকিট কাউন্টার ঘুরে ঘুরে দেখেন এবং স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহনের নির্দেশ দেন তিনি। এসময় সরকারি বিধি-নিষেধ উপেক্ষা করে কর্মস্থলমুখী মানুষের নিকট থেকে বাড়তি ভাড়া আদায় করায় ১৪টি পরিবহনকে মোট ৬১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পাশাপাশি এসব বাসে থাকা যাত্রীদের নিকট থেকে নেয়া বাড়তি ভাড়া ফেরত দেয়ার নির্দেশ দেন এবং তাৎক্ষণিক সেই নির্দেশ বাস্তবায়ন করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন ভ্রাম্যমাণ আদালতের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর