২২ অক্টোবর, ২০২০ ১৬:১৭

নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষে দুর্গাপুরে মানববন্ধন

নেত্রকোনা প্রতিনিধি

নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষে দুর্গাপুরে মানববন্ধন

নেত্রকোনার দুর্গাপুরে নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষে মানববন্ধন ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধনে অংশ নেন উপজেলা নিরাপদ সড়ক চাই আন্দোলনের সদস্যরা।

প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে চালক ও যাত্রীদের মাঝে সচেতনতার জন্য লিফলেট বিতরণ করেন তারা।

এর আগে, মানববন্ধন চলাকালে সুসং সরকারি মহাবিদ্যালয়ের প্রভাষক নুরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম, ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক শরবিন্দু সরকার স্বপন, দুর্গাপুর থানার ওসি শাহ্ নুর এ আলম, অ্যাডভোকেট মানেস সাহা, দুর্গাপুর নিরাপদ সড়ক আন্দোলনের আহ্বায়ক নুরুল আলম ও সদস্য শফিকুল ইসলাম স্বপন সাহা প্রমুখ।

বক্তারা জানান, বিগত কয়েক বছরে দুর্গাপুরের প্রতিটি রাস্তা বেপরোয়া গতির যানবাহনের দখলে। প্রতিদিন হাজারো বালু-পাথর বোঝাই ট্রাক নিয়মনীতি না মেনেই চলাচল করছে। ফলে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনাও। এসব দুর্ঘটনা বন্ধে চালকদের যেমন সচেতন হতে হবে, তেমনি যাত্রীদেরও সচেতন হতে হবে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর