২৮ অক্টোবর, ২০২০ ১৪:২৮

নওয়াপাড়া ট্রেন দুর্ঘটনার ১২ দিন পর গৃহবধূর মৃত্যু

নড়াইল প্রতিনিধি:

নওয়াপাড়া ট্রেন দুর্ঘটনার ১২ দিন পর গৃহবধূর মৃত্যু

প্রতীকী ছবি

নওয়াপাড়া রেলক্রসিংয়ে ট্রেন দুর্ঘটনার ১২ দিন পর বুধবার ভোরে মারা গেছেন আহত নড়াইলের গৃহবধূ মৃত প্রকৌশলী হিরোক ভূইয়ার স্ত্রী শাওন (২৬)। নিহত হিরোক ভূইয়ার বোনের মেয়ে (ভাগ্নি) মীম খানম বিষয়টি নিশ্চিত করেছেন। 

 
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, খুলনায় ডাক্তার দেখাতে যাওয়ার পথে গত ১৬ অক্টোবর (শুক্রবার) বিকেল পৌনে ৫টার দিকে নওয়াপাড়া রেলক্রসিংয়ে খুলনাগামী মহানন্দা ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের চারযাত্রী নড়াইল শহরের ভওয়াখালী এলাকার মৃত সানাউল্লাহ ভূঁইয়ার ছেলে প্রকৌশলী হিরোক ভূঁইয়া (৩৪), মেয়ে শিল্পী খানম (৩২), হিরোক ভূঁইয়ার ভাই রনির মেয়ে রাইসা (৮), রুপগঞ্জ-কুড়িগ্রাম এলাকার বাসিন্দা হিরোক ভূঁইয়ার বন্ধু আশরাফুল ইসলাম (৪২) মারা যান।

এ ঘটনায় আহত হন নিহত হিরোকের স্ত্রী শাওন ও এক বছরের মেয়ে হুমায়রা।আহত শাওনকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার্ড করা হয়। আহতের ১২ দিন পর বুধবার ভোর ৫টার দিকে তিনি (শাওন) মারা যান। নিহত হিরোক-শাওন দম্পত্তির একমাত্র মেয়ে আহত হুমায়রা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর