পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে বিশালাকৃতির একটি মৃত ডলফিন।
বৃহস্পতিবার গভীর রাতে সৈকতের লেম্বুরবন সংলগ্ন তিনটি নদীর মোহনায় ১০ ফুট লম্বা ডলফিনটি ভেসে ওঠে। প্রথমে স্থানীয় জেলেরা মাছটি দেখতে পেয়ে মৎস্য বিভাগের কর্মকর্তাদের খবর দেয়।
কুয়াকাটা ট্যুরিজম ব্যবসায়ীরা জানান, মাছটির শীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে জেলেদের আঘাতের ফলেই মাছটির মৃত্যু হয়েছে। এর আগেও সৈকতে বেশ কয়েকটি মৃত ডলফিন ও তিমি সৈকতে ভেসে আসে। তবে কি কারণে এসব মাছের মৃত্যু হচ্ছে সেটা নিশ্চিত করতে পারেনি মৎস্য বিভাগ।
কলাপাড়া মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী জানান, সংরক্ষণাগার না থাকায় মাছটি ট্যুরিস্ট পুলিশ ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে মাটি চাপা দেওয়া হয়েছে।
পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মো. এমদ্যাদুল্লাহ জানান, ডলফিন বা তিমি সৈকতে মৃত ভেসে আসার বিষয়ে আমরা বিভিন্ন ভাবে পর্যালোচনা চালিয়েছি। ধারণা করা হচ্ছে গভীর সমুদ্রে চলাচলকৃত মাদার ভেসেলে আটকে গিয়ে আহত হয়। পরে তারা সমুদ্রে ফেলে দেয়। এর পর ওই ডলফিন বা তিমি মৃত অবস্থায় ভাসতে ভাসতে সৈকতে পৌছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন