৩ মার্চ, ২০২১ ১৪:৫০

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে গাইবান্ধায় ছাত্র ইউনিয়নের বিক্ষোভ

গাইবান্ধা প্রতিনিধি

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে গাইবান্ধায় ছাত্র ইউনিয়নের বিক্ষোভ

কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার বিচার, ঢাকায় গ্রেফতারকৃত ছাত্রনেতাদের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গাইবান্ধা জেলা সংসদের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন গাইবান্ধা জেলা সংসদের সভাপতি ওয়ারেছ সরকার, সাধারণ সম্পাদক মৈত্রেয় হাসান জয়িতা, সাংগঠনিক সম্পাদক আবির হাসান জীবন, কোষাধ্যক্ষ রুবেল শেখ প্রমুখ। 

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করে রাষ্ট্রীয় মদদে লেখক মুশতাক আহমেদকে হত্যা করা হয়েছে। তাই অবিলম্বে এ হত্যাকাণ্ডের বিচার করতে হবে। একই সাথে তারা লেখক মুশতাক হত্যার বিচার দাবিতে ঢাকায় মশাল মিছিল থেকে আটক ছাত্র নেতাদের অবিলম্বে মুক্তি দাবি করেন এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর