লকডাউনের ২য় দিনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বন্ধ রয়েছে দূর পাল্লার গণপরিবহন চলাচল। আর এই সুযোগে অনুমোদিত যানবাহনে যাত্রী পরিবহন করা হচ্ছে।
যাত্রীদের অভিযোগ, সরকার লকডাউন ঘোষণা করলেও বেসরকারি প্রতিষ্ঠান ও শিল্প কারখানা বন্ধ করেনি। ফলে তাদের জীবিকা টিকিয়ে রাখতে বিভিন্ন গন্তব্যে যেতে হচ্ছে। মহাসড়কে পরিবহন সংকট আর যাত্রীদের চাপ থাকায় অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে তাদের। এছাড়াও সংক্রামণ ঝুঁকি নিয়েই মাইক্রোবাস, পিকআপ, খোলা ট্রাক ও মোটরসাইকেলে গাদাগাদি করে গন্তব্যে যেতে হচ্ছে।
মহাসড়কে পুলিশের উপস্থিতি থাকলেও দায়িত্বরত কেউ এবিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ