বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় পানিতে ডুবে রোজামনি (২) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে দুপচাঁচিয়া পৌর এলাকায় এ ঘটনা ঘটে। রোজামনি ওই এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে।
জানা যায়, বাড়ির পাশের একটি পুকুর পাড়ে খেলা করার সময় সবার অজান্তে পানিতে পড়ে ডুবে যায় রোজামনি। পরে শিশুটির না দেখে খোঁজ শুরু করে পরিবারের লোকজন। একপর্যায়ে পুকুর থেকে রোজামনির মরদেহ উদ্ধার করা হয়।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ