গভীর রাতে পরকীয়া প্রেমের জেরে প্রেমিকার বাড়িতে দেখা করতে গিয়ে মনিরুল ইসলাম মনি নামের এক প্রেমিককে মারপিট করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে প্রেমিকার স্বজনদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের বিলহরিবাড়ী গ্রামে। এ ঘটনায় প্রেমিক মনিরুল ইসলামের বাবা বাবর আলী বাদী হয়ে গুরুদাসপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে প্রেমিক মনিরুল ইসলাম মনি বিলহরিবাড়ী এলাকার এক প্রবাসীর স্ত্রীর সাথে প্রেমের সম্পর্কের জেরে দেখা করতে যায়। কিন্তু ভুলবসত প্রেমিকার ভাইয়ের ঘরে কড়া নাড়ে প্রেমিক মনি। তারপর প্রেমিকার বাড়ির লোকজন প্রেমিক মনিকে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
তবে প্রেমিকার ভাই অভিযোগ অস্বীকার করে বলেন, মনিরুল ইসলাম মনি গভীর রাতে তাদের বাড়িতে এসেছিলেন অনৈতিক উদ্দেশ্য নিয়ে। তার বোনের সাথে তার কোন সম্পর্ক নেই।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মতিন জানান, মামলা রজু করা হয়েছে। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম