রংপুরের ৮ উপজেলায় কালবৈশাখী ঝড়ে কয়েক শতাধিক ঘরবাড়ি-গাছপালা ব্যাপক ক্ষতি হয়েছে। সেই সাথে ফসলেও ক্ষতি হয়েছে। ঝড়ে শিশুসহ বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাতে দুই দফায় এই ঝড় হয়।
রংপুর আবহাওয়া অফিসের মতে, ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৭৫ কিলোমিটার। এ সময় বৃষ্টি হয়েছে সাত মিলিমিটার। মঙ্গলবার রাত ৯টায় এবং মধ্যরাত ৩টার দিকে দুই দফায় কালবৈশাখী ঝড় আঘাত হানে। এতে ৮ উপজেলায় কমবেশি ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে গঙ্গাচড়া, মিঠাপুকুর ও পীরগঞ্জ উপজেলায়।
গঙ্গাচড়া উপজেলার মর্নেয়া ইউনিয়নের তালপট্টি, হাজিপাড়া, নরসিং হাজিপাড়া, কিশামত পাড়া ও মর্নেয়ার চর। মিঠাপুকুর উপজেলার বালারহাট, জায়গীরহাট,বলদীপুকুর ও মিলনপুর গ্রামে ঝড়ের তান্ডবে অনেকের ঘরবাড়ি ক্ষতি হয়েছে। সেই সাথে জমির বোরোধানসহ অন্যান্য ফসলেও ব্যপক ক্ষতি হয়েছে।
রংপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম কামরুল হাসান জানান, মঙ্গলবার রাতে দুই দফা ঝড় হয়েছে। প্রতি ঘন্টায় ঝড়ের গতিবেগ ছিল ৭০ কিলোমিটারের ওপর।
জেলা ত্রাণ কর্মকর্তা মোতাহার হোসেন জানান, ঝড়ে জেলার কয়েকটি উপজেলায় ঘরবাড়ির ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি নিরুপণে উপজেলা কর্মকর্তাদের বলা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম