বকেয়া বেতনসহ দুই দফা দাবিতে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লখনির গেটের সামনে পরিবার পরিজন নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন দেশি শ্রমিকরা। বুধবার বেলা ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন তারা।
বৃহস্পতিবারও সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত পরিবার -পরিজন নিয়ে শ্রমিকরা খনির গেইটে আবারও অবস্থান কর্মসূচি পালন করবেন বলে জানান বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান।
এদিকে কয়লাখনির সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বুধবার সকাল থেকেই বড়পুকুরিয়া কয়লা খনি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গত ২৪ এপ্রিল পূর্ব ঘোষিত আন্দোলনের কর্মসূচি অনুযায়ী আন্দোলকারি শ্রমিক তাদের পরিবার পরিজন নিয়ে বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক ও কর্মচারি ইউনিয়নের ব্যানারে দুইদফা দাবিতে খনি গেটে অবস্থান কর্মসূচি পালন করেছেন।
দুইদফা দাবির মধ্যে রয়েছে, করোনাকালীন সময়ে লকডাউনের কারণে বাড়ীতে অবস্থানকারি শ্রমিকদের স্ব-স্ব কর্মে যোগদান করানো এবং করোনাকালীন সময়ের বকেয়া বেতন-ভাতা প্রদান করা। আন্দোলনকারি শ্রমিকরা সকলেই কয়লাখনির চীনা ঠিকাদারী প্রতিষ্ঠান সিএমসি-এক্সএমসি কনসোর্টিয়ামের অধিনে কর্মরত ছিলেন।
দুইদফা দাবিতে খনি গেটে শ্রমিকদের অবস্থান কর্মসূচি চলাকালে দাবির সমর্থনে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, সাবেক সাধারণ সম্পাদক নূর ইসলাম, শ্রমিক নেতা এহসানুল হক সোহাগ, এরশাদ আলী, আবু তাহের প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ