কক্সবাজারের টেকনাফ ছোট হাবিবপাড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ জোনের সদস্যরা অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার পলাতক আসামি ও শীর্ষ মাদক কারবারী রাসেলকে গ্রেফতার করা হয়েছে ।
বুধবার ভোরে হাবিবপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
আসামি টেকনাফ সাবরাং ইউনিয়নের সিকদার পাড়া এলাকার বাসিন্দা মৌলভী আব্দুল গফুরের ছেলে মোহাম্মদ রাসেল (৩২)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারি পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৪ মার্চ সেন্টমার্টিন থেকে ১ লাখ পিস ইয়াবা ও ১ কেজি ক্রিস্টাথ (আইস) উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ও আইসের চালানের সাথে রাসেলের সম্পৃক্ত পাওয়ায় তাকে পলাতক আসামি করা হয়। উক্ত ইয়াবা ও আইস এর মাদক মামলায় বুধবার ভোরে টেকনাফ সদরের ছোট হাবিবপাড়ায় ভগ্নিপতির বসতবাড়ি থেকে রাসেলকে গ্রেফতার করতে সক্ষম হয়।
রাসেলের বিরুদ্ধে টেকনাফ থানা ও বিভিন্ন জেলার বিভিন্ন থানায় মাদক মামলাসহ ডজনের বেশি মামলা রয়েছে।
শীর্ষ মাদক কারবারী রাসেলকে আইনি প্রক্রিয়া শেষে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ