কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোহাম্মদ সিগ্ধ নামে দুই বছরের এক শিশু পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু শিমুলবাড়ী গ্রামের আব্দুস সালামের ছেলে। স্থানীয়রা জানান, নিহত শিশু সিগ্ধ খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে প্রতিবেশীরা তার ভাসমান লাশ দেখে চিৎকার করলে স্থানীয়রা ও পরিবারের লোকজন বাইরে এসে তার মরদেহ উদ্ধার করে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এএম