পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে মাহিন (৪) ও রেফায়েত হোসেন (৩) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার শেষ বিকালে ও সকালে পৃথক দু'টি দুর্ঘটনা ঘটে। উভয়কে পরিবারের সদস্যরা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে উপজেলার ইউনিয়নের জামালপুর গ্রামের কৃষক ইলিয়াস হাওলাদারের শিশুপুত্র মাহিন বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় সবার অগোচরে বাড়ির পিছনে রাখা গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে অসাবধানতাবশত পড়ে যায়। স্বজনরা তাকে না দেখে আশেপাশে খোঁজাখুঁজির পর ওই গর্তের পানিতেে ভাসমান অবস্থায় দেখতে পায়। তাৎক্ষণিক মাহিনকে উদ্ধার করে সন্ধ্যায় কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
একই দিন সকাল দশটায় শিশু রেফায়েত হোসেন সবার অগোচরে পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। রেফায়েত উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী বাধঁঘাট এলাকার মো. সাকিল সিকদারের ছেলে। কলাপাড়া হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা বলেছেন, উভয় শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
বিডি প্রতিদিন/এএ