শেরপুরে সরকারি অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় শেরপুর সদর উপজেলা সংরক্ষণ ও চলাচল কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সদর উপজেলা খাদ্যগুদামে এ সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।
জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোহিত কুমার দে, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আল-ওয়াজিউর রহমান, সদর এসএমও মিজানুর রহমান ও শেরপুর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ আসাদুজ্জামান রওশন। এসময়, জেলা খাদ্য সংগ্রহ কমিটির সদস্যবৃন্দ ও চালকল মালিকসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস সূত্র জানায়, চলতি বোরো মৌসুমে শেরপুর জেলায় ৪০ টাকা দরে ২১ হাজার ৬২২ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। এছাড়া জেলায় ২৭ টাকা দরে ১২ হাজার ৬৫৯ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে।
বিডি প্রতিদিন/এএ