বাগেরহাট জেলা পরিষদের উদ্যোগে ৩১২ জন মেধাবী শিক্ষার্থীকে এককালীন বৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার জেলা পরিষদ অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তির অর্থ বিতরণ করেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।
জেলা পরিষদের প্রশাসক ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকুর সভাপত্বি অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা, সহকারী প্রকৌশলী আওলাদ হোসেন, বাগেরহাট প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক আজমল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে জেলার ৯টি উপজেলার ৩১২ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ৯ লাখ ৩৬ হাজার টাকা বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এএম