ফেনীর সোনাগাজী উপজেলার ১নং চরমজলিশপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুককে অপহরণের পর উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৩ অপহরণকারীকেও এ সময় পুলিশ আটক করে। ওমর ফারুক স্থানীয় ইউপি সদস্য।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন জানান, আজ মঙ্গলবার দুপুরের দিকে ওমর ফারুককে ফেনীর আদালত পাড়ার সামনে থেকে দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে ফেনী শহরের রামপুর জব্বার মার্কেটের পাশ থেকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে। এ সময় ৩ জনকে আটক করা হয়েছে।
সোনাগাজী উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল হক হিরণ জানান, যারা এই ঘটনার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। না হলে যুবলীগ কঠোর কর্মসূচি পালন করবে। অপহরণকারীদের কিছুতেই ছেড়ে দেওয়া হবে না।
বিডি প্রতিদিন/আবু জাফর