ময়মনসিংহের ভালুকায় হবিরবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মে) বিকালে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সোনার বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে ওই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মী সমাবেশে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকির হোসেন শিবলীর সভাপতিত্বে ও কে.বি.এম. আসাদুজ্জামান ছানার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু।
বিশেষ অতিথি হিসবে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, পৌর মেয়র ডা. এ.কে.এম মেজবাহ উদ্দিন কাইয়ূম, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, হবিরবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বাচ্চু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল, আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি নজরুল ইসলাম সরকার, হবিরবাড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ নিপুন প্রমুখ।
কর্মী সমাবেশে হবিরবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা আলমগীর হোসেনের নেতৃত্বে বিশাল এক মিছিল বের করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ