উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়িতে উদযাপিত হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ বৈশাখী পূর্ণিমা (বুদ্ধ পূর্ণিমা)। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রবিবার খাগড়াাছড়ি জেলাসহ ৯টি উপজেলায় বৌদ্ধবিহার গুলোতে ধর্মীয় উৎসব উদযাপন করছে চাকমা, মারমা ও বড়ুয়াহ বৌদ্ধ সম্প্রদায়। এ উপলক্ষে জেলা শহরে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
শত বছরের ঐতিহ্যবাহী য়ংড বৌদ্ধ বিহারে মঙ্গল প্রদীপ জ্বেলে শোভাযাত্রাটি উদ্বোধন করেন করেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরর্ণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা (এমপি)। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তি চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদ, পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর ট্রাস্টি রুপনা চাকমা ও বৈশাখী পূর্ণিমা উদযাপন কমিটির আহবায়ক কল্যাণ মিত্র বড়ুয়া।
শোভাযাত্রাটি য়ংড বৌদ্ধ বিহার হতে জেলা শহরের চেঙ্গী স্কোয়ারে জনবল বৌদ্ধবিহারে এসে শেষ হয়। পরে বিহার প্রাঙ্গণে ধর্মদেশনা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বৌদ্ধ সম্প্রদায়ের হাজার হাজার পূণ্যার্থী। পার্বত্য ভিক্ষু সংঘ, সার্বজনীন বুদ্ধ (বৈশাখী) উদযাপন কমিটি, খাগড়াছড়ি সাসনা রাক্ষিতা ভিক্ষু সংঘ ও বাংলাদেশ বুডিস্ট কল্যাণ পরিষদের আয়োজনে এবার সম্মিলিত ভাবে এ শুভ বুদ্ধপূর্ণিমা ( বৈশাখী) পালন করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা