বগুড়ার আদমদীঘিতে পুলিশের কাছে ধরা পড়লেন চিহ্নিত মাদক কারবারি শরিফুল ইসলাম টুকু (৫০)। গ্রেফতার টুকু উপজেলার সান্তাহার পৌর শহরের বড় মালশন স্কুলপাড়া এলাকার মৃত রস্তুম আলীর ছেলে। রবিবার সকাল সাড়ে ১০টায় মালশন গ্রামের একটি পুকুর সংলগ্ন পাকারাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রকিব হোসেন জানান, গ্রেফতারকৃত টুকু একজন চিহ্নিত মাদক কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বিক্রির উদ্দেশ্যে ৫০ পিচ ইয়াবা নিয়ে রাস্তা দিয়ে হেটে যাচ্ছে টুকু। এসময় তাকে আটক করা হলে নিজ স্বীকারোক্তিতে তার কাছে থাকা পলেথিন দিয়ে মোড়ানো বিশেষ কায়দায় রক্ষিত ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/এএম