নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মুন্সীগঞ্জে জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে। রবিবার সকাল ১১টার দিকে শহরের মুক্তারপুর ফেরি ঘাটের কাছে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির উদ্যোগে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুল হক।
জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হাই এর সভাপতিত্বে এতে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতন, বিএনপির কেন্দ্রীয় বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুল কুদ্দুস ধীরেন, সিরাজদিখান থানা বিএনপির আহ্বায়ক শেখ আব্দুল্লাহ, জেলা বিএনপির সদস্য আতোয়ার হোসেন বাবুল, জেলা বিএনপির সদস্য একেএম ইরাদত হোসেন মানু, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি আব্দুল বাতেন শামীম, জেলা যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান দেওয়ান, সদস্য সচিব মুহাম্মদ মাসুদ রানা, জেলা মহিলা দলের আহ্বায়ক সেলিনা আক্তার বিনা, সদস্য সচিব বিউটি আক্তার তৃষা, সদর থানা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান খান, জেলা ছাত্রদলের সভাপতি মোজাম্মেল হক মুন্না, সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ, সদর থানা ছাত্রদলের আহ্বায়ক তাজুল ইসলাম, সদস্য-সচিব আব্দুল্লাহ আদর প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল