মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে রাজধানী পর্যন্ত রেল লাইন নির্মাণের দাবি জানিয়েছেন মানিকগঞ্জবাসী। রবিবার মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মানিকগঞ্জ সমিতি, ঢাকার কর্মকর্তাদের সাথে সুধীজনের মতবিনিময় সভায় এ দাবি জানান তারা।
মানিকগঞ্জ সমিতির সভাপতি ডা. রওশন আরা বেগমের সভাপতিত্বে এবং সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল লতিফ, সাবেক সংসদ সদস্য মফিজুল ইসলাম খান কামাল, জেলা পরিষদের প্রশাসক এড. গোলাম মহীউদ্দীন, মানিকগঞ্জ পৌরসভার মেয়র মোঃ রমজান আলী, মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা, সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আব্দুল মজিদ ফটো, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নূরতাজ আলম বাহার, অধ্যাপক আবুল ইসলাম শিকদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, মানিকগঞ্জ থেকে ঢাকার দূরত্ব মাত্র ৬৫ কিলোমিটার। সড়ক পথে দুর্ভোগের কারণে ঢাকায় কর্মজীবি ও শিক্ষার্থীরা ঢাকায় বাসা ভাড়া নিয়ে থাকছেন। এতে অনেক টাকা বাসা ভাড়ায় চলে যায়। যদি মানিকগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত রেললাইন থাকতো, তাহলে প্রতিদিন অল্প খরচে, খুব সহজেই বাড়ি থেকে ঢাকায় যাতায়াত করতে পারতেন। এতে ঢাকায় লোকসংখ্যা ও যানবাহনের চাপ কমতো। তাই বক্তারা, দ্রুত ঢাকা থেকে মানিকগঞ্জের পাটুরিয়া পর্যন্ত রেল লাইন নির্মাণের দাবি জানান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন