কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে গ্রেফতর করেছে ফুলবাড়ী থানা পুলিশ। পরে ওই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রবিবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
পুুলিশ জানায়, শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার পুলিশের একটি দল উপজেলার বড়ভিটা ইউনিয়নের চড় বড়লই হাজীটারী গ্রামের হামিদ মেম্বারের মোড়ে অভিযান চালায়। এসময় ফেনসিডিলের বিকল্প নেশা ৯৭ বোতল ইস্কাফসহ নুর ইসলাম (৩৫)নামে এক চোরা কারবারীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মাদক কারবারী বড়ভিটা ইউনিয়নের চর বড়লই গ্রামের মকবুল হোসেনের ছেলে।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সাওয়ার পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এএম