মাতৃভাষা বাংলার শুদ্ধ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ভোলায় ‘সর্বস্তরে বাংলা ভাষা : শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ড. ইউসুফ খান।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুকের সভাপতিত্বে কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নিয়েছেন। ছায়ানীড় নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই কর্মশালার আয়োজন করছে।
কর্মশালায় মূল আলোচক ছিলেন ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক মো. লুৎফর রহমান। তিনি দৈনন্দিন জীবনে বাংলা ভাষার শুদ্ধ ব্যবহার নিশ্চিত করার ব্যাপারে বক্তব্য উপস্থাপন করেন। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ছায়ানীড়ের উপদেষ্টা মো. সামছুল আলম।
বিডি প্রতিদিন/এমআই