নিখোঁজের ৭ দিন পর ফেনীর ফুলগাজিতে জেমি আক্তার লিজা নামে এক মাদ্রাসাছাত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার আমজাদহাট ইউনিয়ন বাজারের ভূমি অফিস সংলগ্ন একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
লিজা আমজাদহাট ইউনিয়নের নেয়াজ ফয়জুন্নেসা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ২য় শ্রেণিতে অধ্যয়নরত ছিল। তার বাবা আমজাদহাট ইউনিয়নে জেলের কাজ করেন।
পুলিশ, নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ তারাকুছা গ্রামের মমিনুল হকের বড় মেয়ে জেমি আক্তার লিজা ২ জুন বৃহস্পতিবার বিকেলে আমজাদহাট বাজারের উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়ে আর ফিরেনি। পরে তার সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে শনিবার বিকেলে ফুলগাজী থানায় নিখোঁজের ডায়েরী করেন। একপর্যায় বৃহস্পতিবার বিকেলে পুকুরে ফেনার মধ্যে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
ফুলগাজী থানার পরিদর্শক আসাদুজ্জামান জানান,লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।
বিডি প্রতিদিন/এএম