ডিবিসির সংবাদ বিভাগের প্রযোজনা নির্বাহী আব্দুল বারী হত্যার প্রতিবাদে পাবনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে অংশ নেন পাবনায় কর্মরত সাংবাদিকরা।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমানসহ স্থানীয় সাংবাদিক নেতারা। মানববন্ধনে বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
গত ৭ জুন রাজধানীর নিকেতনের কাছে হাতিরঝিল থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলাকেটে নৃশংসভাবে হত্যা করা হয় তাকে। পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচিতে উপস্থিতি ছিলেন প্রবীন সাংবাদিক আব্দুল মতীন খান, মাছরাঙা টিভির ব্যুরো চিফ উৎপল মির্জা, সুশীল তরফদার, সাংবাদিক বীর মুক্তিয়োদ্ধা আব্দুল জব্বারসহ জেলায় কর্মরত সাংবাদিকরা মানববন্ধনে অংশ নেন।
বিডি প্রতিদিন/এমআই