বাগেরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ১ লাখ ৭৬ হাজার ১৪ জন শিশুকে খাওয়ানো হবে নীল ও লাল রঙের ক্যাপসুল। বৃহস্পতিবার দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগ সংবাদ সম্মেলন করে এতথ্য জানিয়েছে।
বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, আগামী ১২ জুন থেকে ১৫ জুন পর্যন্ত চার দিনব্যাপী বাগেরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে জেলার ৯টি উপজেলার ২৩১ জন সুপারভাইজার ক্যাম্পেইনটি সফলভাবে সম্পন্ন করতে তদারকি করবেন।
জেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ১ হাজার ৮৫৮টি কেন্দ্রের মাধ্যমে ৬৯৩ জন প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী ও ৩ হাজার ৭১৬ জন স্বেচ্ছাসেবী ১ লাখ ৭৬ হাজার ১৪ জন শিশুকে ক্যাপসুল খাওয়াবেন। এর মধ্যে ৬ থেকে ১১ মাস পর্যন্ত ২০ হাজার ৭৭৩ শিশুদের নীল ও ১২ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত ১ লাখ ৫৫ হাজার ২৪১ শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানান তিনি
এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা, প্রবীণ সাংবাদিক অধ্যাপক এবিএম মোশাররফ হুসাইনসহ জেলায় কর্মরত সাংবাদিক ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/এমআই