জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২২ উদযাপন উপলক্ষে শেরপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য জানান, আগামী ১২ জুন থেকে ১৫ জুন ৪ দিনব্যাপী জেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলবে।
তিনি বলেন, ৫২টি ইউনিয়ন ও ২টি পৌরসভার সমন্বয়ে ২ হাজার ৬৯২ জন স্বেচ্ছাসেবী এ কার্যক্রমে অংশগ্রহণ করবে। ৬-১১ মাস বয়সী ২৩ হাজার ৭১৪ জন শিশু ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৮৩ হাজার ৬৫০ জন শিশুকে এ টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আসমাউল ইসলাম। ওই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা তাহমিনা আক্তার দিনা ও সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. নাহিদ কামাল কেয়া।
বিডি প্রতিদিন/এমআই