ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বৃহস্পতিবার বান্দরবান জেলা স্বাস্থ্য বিভাগের সভাকক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. নীহার রঞ্জন নন্দী ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের প্রস্তুতি ও বিভিন্ন দিক মতবিনিময় সভায় তুলে ধরেন।
তিনি জানান, আগামী ১২ জুন থেকে ১৫ জুন পর্যন্ত বান্দরবানে পার্বত্য জেলার মোট ৮৩১টি কেন্দ্রে মোট ৭৫ হাজার ৯৪৫ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
সিভিল সার্জন জানান, ৬ থেকে ১১ মাস বয়সী ১১ হাজার ৬০৫ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৬৪ হাজার ৩৪০ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
সভায় বান্দরবান জেলা সিভিল সার্জন কার্যালয় এর মেডিকেল অফিসার ডাঃ থোয়াই অং সিং মারমা, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ