দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন নারী। এসব দুর্ঘটনায় বিক্ষুব্ধ জনতা একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভিয়ে দেয়। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে চিরিরবন্দর উপজেলার ভুষিরবন্দর বাজার ও চম্পাতলী বাজার এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউপির বড় হাশিমপুর মন্টুশাহপাড়া এলাকার আফতাব উদ্দিনের ছেলে আমিন (৫০), আলোকডিহি ইউপির ঘাটেরপাড়া কলেজ মোড় এলাকার বাসিন্দা ভ্যানচালক মাধব মালি শনু (৪৫) ও নশরতপুর ইউপির রানীপুর এলাকার সাবেক ইউপি সদস্য সইমদ্দিনের ছেলে আব্দুস সবুর (৪৫)। এসব দুর্ঘটনায় আহত হন নিহত আমিনের স্ত্রী মেরিনা বেগম (৪৫)। তিনি সৈয়দপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে একটি এনজিও থেকে টাকা তোলার জন্য স্বামী আমিন ও স্ত্রী মেরি রানীরবন্দর এলাকায় এসেছিলেন। পরে বিকেলে তারা একটি ভ্যানযোগে বাড়ি ফেরার সময় পেছন থেকে একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আমিন ও ভ্যানচালক মাধবমালি শনু মারা যান। পরে আহত অবস্থায় উদ্ধার করে মেরিনা বেগমকে সৈয়দপুরের একটি হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।
অপরদিকে, বিকেলে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার সময় ভুষিরবন্দর এলাকায় পিকআপ চাপায় প্রাণ হারান আব্দুস সবুর নামে এক মোটরসাইকেল আরোহী।
চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ বলেন, দুটি পৃথক দুর্ঘটনায় তিনজন প্রাণ হারিয়েছেন। ওই ঘটনায় বিক্ষুব্ধ জনতা ট্রাকে অগ্নিসংযোগ করে। এসময় উদ্ধারকাজে আসা ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভিয়ে ফেলে।
হাইওয়ে থানার ওসি আলী নেওয়াজ মোহাম্মদ মাসুদ বলেন, দুর্ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালিয়েছে। মহাসড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আহত নারীকে সৈয়দপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই